বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১, ০১:৪৮ পূর্বাহ্ন
ভান্ডারিয়া প্রতিনিধি
বাড়ি থেকে যথাসময়ে স্কুলের বিজ্ঞান পরীক্ষার দায়িত্ব পালনের উদ্দেশ্যে যাচ্ছিলেন শিক্ষক আনসার উদ্দিন (৫৭) । বিদ্যালয়ে গতকাল বুধবার বিজ্ঞান পরীক্ষার কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালনের কথা ছিলো তার। স্কুলের কাছেই পোনা নদীর সেতু পার হয়েই স্কুল। বেইলী সেতু পার হতেই আকস্মিক জ্ঞান হারান শিক্ষক আনসার উদ্দিন । পথচারিরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পিরোজপুরের ভা-ারিয়া উপজেলা সদরের থানা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. আনসার উদ্দিন হাওলাদার বুধবার সকাল সাড়ে নয়টার দিকে স্কুলের যাওয়ার পথে এমন বেদনাদায়ক মৃত্যুর শিকার হন।
মৃত শিক্ষক আনসার উদ্দিন ভা-ারিয়া পৌর শহরের স্টিমারঘাট এলাকার বাসিন্দা। সে শহরের থানা বন্দর বালিকা বিদ্যালয়ের অংক বিষয়ের গুণি শিক্ষক ছিলেন। তিনি দুই মেয়ে ও এক ছেলে সন্তানের জনক।
এ ঘটনায় মৃত শিক্ষক পরিবার ও তার স্কুলে শোকের ছাঁয়া নেমে এসেছে।
স্থানীয়দের সূত্রে জানাগেছে, প্রতিদিনের ন্যায় বাসা থেকে বের হয়ে জে.এস.সি বিজ্ঞান পরিক্ষার কক্ষ পরিদর্শকের দায়িত্ব পা নের জন্য বিদ্যালয়ে যাচ্ছিলেন তিনি। শহরের পোনা নদীর সেতুতে ওঠা মাত্র তিনি লুটে পড়েন।
ভা-ারিয়া থানা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুজিবুল রহমান শিক্ষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আনসার উদ্দিন আর দুই বছর পরে কর্মস্থল থেকে অবসর নেওয়ার কথা ছিলো। তিনি একজন অভিজ্ঞ গুণি শিক্ষক ছিলেন। তাঁর এমন মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
Leave a Reply