বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১, ০১:৫৩ পূর্বাহ্ন
পুঁজিবাজারে তালিকাভুক্ত সেবাখাতের কম্পানি দি পেনিনসুলা চিটাগং লিমিটেড কর্পোরেট গভর্নেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড দিয়েছে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)। শনিবার সন্ধ্যায় ঢাকার হোটেল র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনের গ্র্যান্ড বলরুমে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পুঁজিবাজারে তালিকাভূক্ত মোট ৩৫টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।
কর্পোরেট সুশাসন মানদণ্ড অনুসারে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) তালিকাভুক্ত ১৩টি ক্যাটাগরিতে সুশাসন প্রতিপালনের জন্য গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ পদক দেওয়া হয়।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ও বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দিন, কর্পোরেট গভর্নেন্স এক্সিল্যান্স অ্যাওয়ার্ড জুরিবোর্ডের চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ড. এ. বি. মির্জ্জা মো. আজিজুল ইসলাম উপস্থিত ছিলেন।
পেনিনসুলার পক্ষে পুরষ্কার গ্রহণ করেন কম্পানির চেয়ারম্যান মাহবুব-উর-রহমান ও কম্পানি সচিব মোহাম্মদ নূরুল আজিম।
Leave a Reply